চাওয়া বনাম পাওয়া

শাহানা আক্তার ১৮ জুন ২০১৭, রবিবার, ১২:৫৬:২৪অপরাহ্ন কবিতা, সাহিত্য ৩ মন্তব্য

তোমায় আমি বলেছিলাম চাঁদ হতে,
যেন রাতের নির্জনে,তোমার চোখে চোখ রেখে
মনের না বলা কথাগুলো বলতে পারি।

তোমায় আমি বলেছিলাম পাখি হতে,
যেন আমার প্রিয় সে কথাটি
তোমার মুখে শুনতে পারি।

তোমায় আমি বলেছিলাম ফুল হতে,
যেন ইচ্ছে হলেই
তোমার গায়ের গন্ধ নিতে পারি।

তোমায় আমি বলেছিলাম নদী হতে,
যেন যখন তখন অবাধে
তোমার বুকে সাঁতার কাটতে পারি।

তোমায় আমি বলেছিলাম বৃষ্টি হতে,
যেন তোমার পবিত্র ধারায়
নিজেকে শুদ্ধ করতে পারি।

তোমায় আমি বলেছিলাম বাতাস হতে,
যেন প্রতিটি নিঃশ্বাসে
তোমায় আমি অনুভব করতে পারি।

তুমি কিনা আকাশ হলে,
তাইতো আজ দূরে দাঁড়িয়ে,অবাক দৃষ্টিতে
তোমার বদলে যাওয়াই কেবল দেখতে পারি।

0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ